কালের স্বাক্ষী বহনকারী ভৈরব নদীর তীরে গড়ে উঠা দিঘলিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বারাকপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বারাকপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
{C}{C}{C}১) নাম – ২নং বারাকপু ইউনিয়ন পরিষদ।
২) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব গাজী জাকির হোসেন
৪) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৫) আয়তন ৯.৫০৪ বর্গমাইল
৬) লোকসংখ্যা - ২০,৪৯৫ ( ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
৭) মোট শিক্ষির হার ৭০%
৮) মোট গ্রামের সংখ্যা-১০ টি
৯) গ্রাম গুলি- লাখোহাটি, বারাকপুর, ঘোষগাতী, নন্দনপ্রতাপ, বোয়ালিয়ার চর, লক্ষীকাটি, আড়ুয়া, আমবাড়ীয়া, রাধামাধবপুর, কামারগাতী
১০) মোট মৌজার সংখ্যা- ১০টি
১১) মোট বাজারের সংখ্যা- ৩টি সন্যাসীর হাট বাজার( বারাকপুর বাজার), লাখোহাটি বাজার, কামারগাতী বাজার,
১২) মোট জমির পরিমাণ- ৬০৮২.৬৮ একর। ( মোট আবাদী জমি-৪৮৬৫.৫৩৮একর, মোট আবাদ অযোগ্য জমির পরিমান-১২১৭.১৪২ একর)
১৩) ডাক ঘর ২টি- জি,বারাকপুর, আড়ুয়া ডাকঘর।
১৪) তহশীল অফিস- বারাকপুর তহশীল অফিস
১৫) ব্যাংক - ০১টি । বারাকপুর কৃষি ব্যাংক
১৬) পুলিশ ফাঁড়ী - ০১টি। কামার গাতী পুলিশ ফাঁড়ী
১৭) পরিবার পরিকল্পনা ক্লিনিক - ০৪টি ।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)